প্রচ্ছদ ›› বাণিজ্য

তথ্য গোপন করে খেলাপিকে ঋণ

অগ্রণী ব্যাংকের জরিমানা বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২২ ২১:৪৪:৩৫ | আপডেট: ৩ years আগে
অগ্রণী ব্যাংকের জরিমানা বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) তথ্য গোপন করে খেলাপি গ্রাহককে ঋণ দিয়েছিল রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এখন ওই জরিমানা মওকুফের আবেদন করলে তা নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ৪২৩তম বোর্ড সভায় এ আবেদন নাকচ করা হয়।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য, ডেপুটি গভর্নরসহ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্বাহী পরিচালক ও পরিচালকেরা।