ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন ১৩৪ পয়েন্টের বড় পতন হয়েছে প্রধান সূচকের।
ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্টে নেমে দাঁড়ায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৪১০ এবং ডিএস৩০ সূচক ৪০ পয়েন্ট কমে পৌঁছায় ২ হাজার ৩৬৫ পয়েন্টে।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দর।