প্রচ্ছদ ›› বাণিজ্য

অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২২ ২১:৩৯:৫০ | আপডেট: ৩ years আগে
অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

অপ্রয়োজনীয় পণ্য আমদানি রোধে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চলমান চাপ কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ৫০ লাখ ডলার বা তার বেশি আমদানি মূল্যের জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার ২৪ ঘন্টা আগে বাংলাদেশ ব্যাংকের অনলাইন আমদানি মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) আমদানি সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।