প্রচ্ছদ ›› বাণিজ্য

আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৩ ১৫:৪৪:৪৭ | আপডেট: ২ years আগে
আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর ১ টাকা ৪২ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮২ পয়সা।

আগামী ২২ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।