প্রচ্ছদ ›› বাণিজ্য

আইসিএসবি পুরস্কার পেল পিপলস ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২২ ২১:১৯:০৩ | আপডেট: ২ years আগে
আইসিএসবি পুরস্কার পেল পিপলস ইন্স্যুরেন্স
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে এ্যাওয়ার্ড নিচ্ছেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও এস এম আজিজুল হোসেন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-২০২১ সাধারণ বীমা বিভাগে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রাজধানীতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সিলভার অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও এসএম আজিজুল হোসেন।

অসামান্য কর্পোরেট গভর্নেন্স অনুশীলন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সাধারণ বীমা বিভাগে কোম্পানিটিকে পুরস্কৃত করা হয়।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।