প্রচ্ছদ ›› বাণিজ্য

আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২২ ১৫:৪৭:৪৫ | আপডেট: ৩ years আগে
আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক

২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।

ইতিমধ্যে আর্থিক নীতি প্রণয়ন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন মুদ্রানীতির প্রধান লক্ষ্য সরকার নির্ধারিত জিডিপি(মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুন- ব্যাংক, টেক্সটাইলসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আগামী ৩ জুলাই তার মেয়াদ শেষ হবে।