আবাসন খাতে গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে স্মার্টটেক প্রোপার্টিজ লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি যাত্রা শুরু করেছে।
গত শনিবার রাজধানীতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সিকদার, ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মদ শহীদুল আলম পলাশ, মার্কেটিং ডিরেক্টর আসাদুজ্জামান রাসেলসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করে হাবিবুল বাশার সুমন বলেন, আমরা আশা করব স্মার্টটেক প্রোপার্টিজ লিমিটেড গ্রাহকের চাহিদা পূরণ করবে এবং সাশ্রয়ী মূল্যের মধ্যে মানসম্মত গৃহ নির্মাণ করবে।