প্রচ্ছদ ›› বাণিজ্য

আমদানি করা বাইসাইকেল ও চশমার দাম বাড়বে

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ১৬:০৯:০৭ | আপডেট: ২ years আগে
আমদানি করা বাইসাইকেল ও চশমার দাম বাড়বে

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানি করা সাইকেল এবং চশমার দাম বাড়বে। উত্থাপিত বাজেটে সরকার এসব যন্ত্রাংশের আমদানি শুল্ক বাড়িয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ফ্রি হুইল এবং স্প্রোকেট আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ শুল্ক বাড়ানোর সুপারিশ করেছে।

এই পদক্ষেপটি বাইসাইকেল শিল্পের বিকাশে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করবে ।

শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা জানান, দেশে বিভিন্ন আকারের ফ্রিহুইলের বার্ষিক চাহিদা প্রায় ৪০ লাখ ইউনিট এবং স্প্রোকেট প্রায় ৫০ লাখ ইউনিট। এগুলো বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

এছাড়া সরকার বাজেটে চশমা বা গগলস যন্ত্রাংশের আমদানি শুল্ক বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। এটি রাজস্ব বাড়াতে সহায়তা করবে বলে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে।

বাজেট ঘোষণার পর আজ বিকেলে নতুন দাম কার্যকর হবে।