প্রচ্ছদ ›› বাণিজ্য

আমদানি ব্যয় পরিশোধের আগে পণ্যমূল্য যাচাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২২ ১৯:২২:৫৬ | আপডেট: ২ years আগে
আমদানি ব্যয় পরিশোধের আগে পণ্যমূল্য যাচাইয়ের নির্দেশ

আমদানির ব্যয় পরিশোধের আগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তর্জাতিক বাজারে পণ্যের সর্বশেষ দাম যাচাই করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে ব্যাংকগুলোকে আমদানি পণ্যের দাম ও বাজার প্রতিযোগিতার বিষয় যাচাইয়ে নিয়ন্ত্রণমূলক মানদণ্ড মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এতে আমদানি ব্যয় পরিশোধের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংককে যথাযথ নির্দেশনা ও বিধিমালা মান্য করে চলার নির্দেশ রয়েছে।