প্রচ্ছদ ›› বাণিজ্য

আমদানি-রপ্তানির লাইসেন্সের মেয়াদ ৫ বছর

টিবিপি ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ১৩:৪৫:৩১ | আপডেট: ২ years আগে
আমদানি-রপ্তানির লাইসেন্সের মেয়াদ ৫ বছর

আমদানি ও রপ্তানির জন্য নেয়া লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হতো। কিন্তু এখন থেকে আমদানি ও রপ্তানির লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করেছে সরকার।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নুসরাত আইরিনের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আমদানি ও রপ্তানিকারকদের বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, আবেদনকারী এক থেকে ৫ বছর পর্যন্ত যে কোনও মেয়াদী আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।

এছাড়া আইআরসি ও ইআরসি সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হবে। আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী ফি দিতে হবে।