বাজারের কোথায় কোন পণ্যের দাম বাড়ছে এটি সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার রাজধানীর বাড্ডায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চলতি মে মাসের পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাজারে পণ্যের দাম যা বাড়ছে, তার আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট আছে। তবে কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়ারও চেষ্টা করছেন। তাদের সামাল দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা জানি, বাজারে কোথায় কোন পণ্যের দাম বাড়ছে। তবে এটা সত্যি কথা, কোথাও কোথাও কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা সমাধানের চেষ্টা করি।’
তেল চিনির বাজার নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সয়াবিন তেল, ডাল ও চিনি এসব পণ্যগুলো আমদানি নির্ভর। গত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। যেসব পণ্য আমদানি করে দেশে বিক্রি করতে হয় সেগুলোর দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে হয়। আমরা চেষ্টা করি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য ঠিক রাখার।
“তেলের উপর শুল্ক ছাড় অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে। চিনির শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে। চিনির শুল্কছাড় অব্যাহত রাখতেও চিঠি দেয়া হবে। তারা যদি শুল্কছাড় অব্যাহত রাখে তাহলে বাজারে তেল ও চিনির দাম কমতে পারে। অন্যদিকে দেশে চিনির চাহিদার প্রায় ৯৯ শতাংশ আমদানি করতে হয়। এজন্য আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে এর প্রভাব পড়ে।”
টিসিবির পণ্যের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “টিসিবি এসব পণ্য ক্রয় করে স্বল্প মূল্যে বিক্রয় করে থাকে। দাম বাড়লে টিসিবিকেও অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করতে হয়। সরকার বিশাল পরিমাণ ভর্তুকি দিচ্ছে, আসছে নতুন বাজেটেও এককোটি গরীব, দুঃস্থ অসহায় মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিতরণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
অনুষ্ঠানে টিসিবির পরিবার কার্ড ডিজিটালাইজেশন করার পরিকল্পনা সম্পর্কে টিসিবি চেয়ারম্যান মো. আরিফুল হাসান বলেন, “আমরা সরকারি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সব প্রক্রিয়া মেনে কাজটি করতে একটু সময় লাগছে। তবে আশা করছি, আগামী ৬ মাসের মধ্যে পুরোটা না হলেও ৭৫ শতাংশ কার্ড ডিজিটালাইজ করা হবে এবং একই সঙ্গে পণ্য প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হবে।”
সরকারি সংস্থা টিসিবি প্রতি মাসে একবার করে দেশের এক কোটি পরিবারের মধ্যে পণ্য বিক্রি করে থাকে। এসব পণ্যের মধ্যে চিনির দাম নতুন করে কেজিপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছে। এত দিন এই চিনির দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা। টিসিবির পরিবার কার্ডধারীদের জন্য চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৭০ টাকা।
টিসিবি জানিয়েছে, এ দফায় টিসিবি প্রত্যেক কার্ডধারীকে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল দেবে। মসুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দামে বিক্রি করছে টিসিবি।