প্রচ্ছদ ›› বাণিজ্য

আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে বেশি রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২১ ২০:৪০:১৮ | আপডেট: ৪ years আগে
আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে বেশি রাখার নির্দেশ

ব্যাংক আমানতের সুদ মুদ্রাস্ফীতির হার অপেক্ষা কম নির্ধারণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে বেশি রাখতে হবে।

আমানতের সুদের হার ক্রমান্বয়ে হ্রাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেকের জীবিকা তাদের আমানতের সুদের হারের উপর নির্ভর করে বলেও সার্কুলারে উল্লেখ্য করা হয়েছে।