প্রচ্ছদ ›› বাণিজ্য

আসছে শীত, গরম কাপড়ের ব্যবসা জমজমাট

১৬ নভেম্বর ২০২১ ১৩:২০:৫৯ | আপডেট: ৩ years আগে
আসছে শীত, গরম কাপড়ের ব্যবসা জমজমাট

মোহাম্মদ নাহিয়ান

আসছে শীত, কমছে তাপমাত্রা। আর এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে রাজধানীর পোশাকের বাজারসহ দেশের বিভিন্ন স্থানের শীতের কাপড়ের ব্যবসা।

সোমবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও ফুটপাতের অস্থায়ী দোকান এলাকায় শীতের কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

রাজধানীর বিপণীবিতান কেন্দ্রগুলোতে বিশেষ করে নিউমার্কেট, গাউছিয়া, নূরজাহান ম্যানশন, চাঁদনী চক, চন্দ্রিমা সুপার মার্কেট, বঙ্গ বাজার ও মিরপুর কো-অপারেটিভ মার্কেটেও গরম কাপড়ের বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে।

দ্য বিজনেস পোস্ট’র সঙ্গে আলাপকালে বেশিরভাগ ব্যবসায়ী জানান, প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি পর্যন্ত গরম কাপড় বিক্রির জন্য অপেক্ষা করতে হয় তাদের। তবে এবার শীত শুরুর আগেই গরম কাপড় বিক্রি বেড়েছে, এতে খুশি তারা।

ঈদের মতোই বিভিন্ন উৎসব ছাড়াও শীত মৌসুমটি পোশাক ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ব্যস্ততম ব্যবসায়িক সময় বলে মনে করা হয়।

বঙ্গোপসাগরে অবস্থানরত নতুন লঘুচাপের প্রভাবে শনিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ফলে, মেঘলা আবহাওয়া ও ঢাকার একটি বড় অংশেই হালকা বৃষ্টি হয়েছে।

নভেম্বরে বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে, যা সারা দেশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গুলিস্তান মার্কেটের পাইকারী বিক্রেতা সাইফুর রহমান বলেন, শীত শুরু হওয়ার আগেই গরম কাপড় বিক্রি বাড়ায় আমরা খুশি।

ঢাকার ফুটপাত থেকে শুরু করে বিক্রয়ের স্থানগুলো রয়েছে গরম কাপড়ে এখন ভর্তি, যেসব এলকায় ক্রেতা-বিক্রেতাদের পদচারণা দেখা গেছে ব্যাপক।

নিউমার্কেট-নীলক্ষেত মোড় থেকে সাইন্স ল্যাব-এলিফ্যান্ট রোড পর্যন্ত পুরো ফুটপাথ হকারদের দখলে। ফুট ওভার ব্রিজগুলোও তাদের দখলে।

অন্যদিকে ফার্মগেট ফুট ওভার ব্রিজের নিচে সব জায়গায় দোকান বসিয়েছে হকাররা। বর্তমানে বাজারে ফুলহাতা গরম টি-শার্ট, শাল, উষ্ণ ক্যাপ, জ্যাকেট, ডেনিম শার্ট, কম্বল, উলেন সোয়েটার, কার্ডিগান, জাম্পার, জ্যাকেট, কম্বল, স্কার্ফ, মোজা এবং গ্লাভস পাওয়া যাচ্ছে।

এছাড়া, আমদানি করা কাপড়ের পাশাপাশি দেশীয় তৈরি পোশাক যেমন জ্যাকেট, জাম্পার, হুডিসহ অন্যান্য কাপড়ও বিক্রি হচ্ছে।

দুই কিশোরী মেয়েকে নিয়ে নিউমার্কেটে শীতের কাপড় কিনতে আসা শামীমা আক্তারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি আমার বাচ্চাদের জন্য গরম কাপড় এবং মায়ের জন্য গ্লাভস ও মোজা কিনব। কিন্তু দোকানিরা বেশি দাম চাইছেন বলে অভিযোগ তার।

গাউছিয়া মার্কেটের এক দোকানদার বলেন, শীতের কাপড় বিক্রি যেমন বাড়ছে, আমরাও আমাদের দৈনিক বিক্রি নিয়ে বেশ খুশি।