প্রচ্ছদ ›› বাণিজ্য

ইউনাইটেড গ্রুপ ও ক্রিডেন্স হাউজিংয়ের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২১ ১১:২৩:২৩ | আপডেট: ৩ years আগে
ইউনাইটেড গ্রুপ ও ক্রিডেন্স হাউজিংয়ের মধ্যে চুক্তি

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের সাথে ইউনাইটেড গ্রুপের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত দুটি প্লটে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ রাজা ও অন্যান্য অংশীদারগণ এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ চুক্তির একদিকে ইউনাইটেড গ্রুপ, যা দেশের অন্যতম পুরাতন ও অগ্রগামী ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং যা সময়ের সাথে মানুষের আস্থার সাথে আজকের এ অবস্থায় এসেছে।

অন্যদিকে, ক্রিডেন্স হাউজিং লিমিটেড, যা অল্পসময়েই নিজেদের সততা, সময়োপযোগী কাজের ধরন, উন্নত কোয়ালিটি নিশ্চিতকরণ এবং প্রতিশ্রুতিবদ্ধতার বিনিময়ে ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে।