আমানতকারীদের অর্থ ফেরত দিতে বারবার ব্যর্থ হয়েছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আর এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকার বেশি ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে।
মঙ্গলবার এক চিঠিতে ইউনিয়ন ক্যাপিটালকে আমানতকারীদের ডিপোজিটের মেয়াদ পূর্ণ হাবার পর তাদের তহবিল ফেরত দেয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেছে, তারা ১০০ কোটি টাকা জমা রাখার পরও প্রতিষ্ঠানটি থেকে মাত্র ৫০ লাখ টাকা ফেরত পেয়েছে, যা ইতোমধ্যে মেয়াদ পূর্ণ হয়েছে এবং তা বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৫২ কোটি টাকায়।
ইউনিয়ন ক্যাপিটালকে বিএটিবি’র সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করারও নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।