ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। যদিও এদিন টেক্সটাইল ও ইন্স্যুরেন্সসহ অধিকাংশ খাতের দেখা গেছে নিম্নমুখী প্রবণতা।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৫২২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৫ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৬৪ টাকার শেয়ার।
লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।