সপ্তাহের তৃতীয় কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ দর বাড়ার শীর্ষে রয়েছে পাট, ইন্স্যুরেন্স এবং আইটি খাতের কোম্পানিগুলো। এ তিন খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ১৮.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ দশামিক ৪৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৪.০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯১ দশমিক ৮৪ পয়েন্টে।
আজ এক ঘন্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ার দর।