প্রচ্ছদ ›› বাণিজ্য

ইন্স্যুরেন্স, টেক্সটাইলসহ অধিকাংশ খাতের চমক

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২২ ১১:৪৪:১৩ | আপডেট: ৩ years আগে
ইন্স্যুরেন্স, টেক্সটাইলসহ অধিকাংশ খাতের চমক

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব পুঁজিবাজারের মতো বিরূপ প্রভাব পড়ে দেশের শেয়ার মার্কেটেও। যদিও সোমবার থেকেই ঘুড়ে দাঁড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এরই ধারাবহিকতায় মঙ্গলবারও লেনদেন শুরুর পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী হয় সূচক। দাম বাড়তে দেখা যায় অধিকাংশ কোম্পানির শেয়ার এবং ইউনিটের।

লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় দেখা যায়- টেক্সটাইল, জীবন বিমা, বিমা, তেল ও বিদ্যুৎ, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, পেপার অ্যান্ড প্রিন্টিং, খাদ্য, টেনারি, আইটি, সেবা ও আবাসনসহ কর্পোরেট বন্ডের দামও বেড়েছে।

এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮১৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫০৬ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।