পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইভিটেক্স ফ্যাশনের সাথে একীভূতকরণের বিষয়ে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইভিন্স টেক্সটাইলের কাছে ইভিটেক্স ফ্যাশনের ৯৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বেরে কোম্পানিটি ইজিএমে ইভিন্স টেক্সটাইল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইভিটেক্স ফ্যাশনের সাথে একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
ইভিন্স টেক্সটাইল পুঁজিবাজারে তলিকাভুক্ত হয় ২০১৬ সালে। গত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিলো।