ইরান ও কুয়েতের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
সোমবার বাংলাদেশে ইরান ও কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত যথাক্রমে মানসুর চাভোসি এবং ফয়সাল মুতলাক আলাওদানির সঙ্গে পৃথক সাক্ষাতে এ কথা বলেন মোমেন।
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে ইরানের সমর্থন চেয়েছেন।দু’দেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মোমেন বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, জাহাজ নির্মাণ ও আইটি খাতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
মোমেন বাংলাদেশে বিনিয়োগের জন্য কুয়েত সরকার এবং কুয়েত ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্টের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে কুয়েতেরও সমর্থন চান। তিনি যৌথ কমিশন মিটিংয়ের মতো বন্ধু প্রতীম দু’দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।