প্রচ্ছদ ›› বাণিজ্য

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালক নাসিরুদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৩ ০৯:৩৬:২০ | আপডেট: ২ years আগে
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালক নাসিরুদ্দিন মারা গেছেন
নাসিরুদ্দিন আহমেদ

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক নাসিরুদ্দিন আহমেদ (৯০) রোববার বিকাল ৪টা ৫৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান।

তিনি ৭০-এর দশকের শেষের দিকে মিটসুই অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মরহুম আহমেদ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি জনাব মাহবুবুর রহমানের বড় ভাই।

মরহুম আহমেদের নামাজে জানাজা সোমবার জোহরের নামাজের পর রমনা থানা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুতে তিনি স্ত্রী, চার মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।