ই-কমার্স ক্ষতিগ্রস্থ গ্রাহক এবং ব্যবসায়ীদের আটকে থাকা টাকা ছেড়ে দিতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ।
রোববার বাণিজ্য মন্ত্রণালয় কার্যালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ডিসিসির বৈঠক শেষে সাংবাদ সম্মেলনে ডিজিটাল কমার্স সেলের (ডিসিসি) প্রধান এএইচএম শফিকুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ই-কমার্স দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রাহক এবং ব্যবসায়ীদের ২১৪ কোটি টাকা ফেরত দেয়ার জন্য অ্যাকাউন্টগুলি সচল করার জন্য সিআইডিকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
শফিকুজ্জামান বলেন, “আমরা আশা করছি শীঘ্রই সিআইডি অ্যাকাউন্টগুলি সচল করে দেবে। আমরাও ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীদের অর্থ ফেরত দিতে পাবর।”
ডিসিসির প্রধান বলেন, গ্রাহক এবং ব্যবসায়ীদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ বিতরণে চার্জ এক বা দুই শতাংশ প্রয়োগ করা হতে পারে।
তিনি আরও জানান, বিএফআইইউ এর তালিকাভুক্ত ১৯ অভিযুক্ত ই-কমার্স কোম্পানির তথ্য চেয়েছে মন্ত্রণালয়।