প্রচ্ছদ ›› বাণিজ্য

ই-ক্যাব নির্বাচনে অগ্রগামী'র ৮ জনের জয়

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২২ ১৮:০০:১৫ | আপডেট: ৩ years আগে
ই-ক্যাব নির্বাচনে অগ্রগামী'র ৮ জনের জয়

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা বাজার আগেই বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন সংগঠনটির সদস্যরা। ৭৬ শতাংশ ভোটারের অংশগ্রহণে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন যথাক্রমে সৈয়দা আম্বারিন রেজা (প্রাপ্ত ভোট ৪৫৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (প্রাপ্ত ভোট ৩৮৬), শমী কায়সার (প্রাপ্ত ভোট ৩৬৫), আসিফ আহনাফ (প্রাপ্ত ভোট ৩৩২), শাহরিয়ার হাসান (প্রাপ্ত ভোট ৩০৮), নাছিমা আক্তার নিশা (প্রfপ্ত ভোট ২০৭), মোহাম্মদ সাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৭), মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৭৩), ও মো. ইলমুল হক (প্রাপ্ত ভোট ২৭০)।

নির্বাচনে অগ্রগামী, দি চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। মোট ৯জন বিজয়ীর মধ্যে প্রথম ৮জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং সর্বশেষ প্রার্থী দি চেঞ্জ মেকারস প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ২০ জুন শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শীর্ষ কর্মকর্তা পদগুলো হলো, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ন সম্পাদক। ৯ জনের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি জনাব আমিন হেলালী। সদস্য হিসেবে ছিলেন জনাব আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী বলেন, অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবাই কেন্দ্রের পরিবেশ ও ভোটদান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তফসিল অনুযায়ী- আগামী ২৬ জুন ২০২২ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আর ২রা জুলাই ২০২২ নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্বভার হস্তান্তর করা হবে।