প্রচ্ছদ ›› বাণিজ্য

ঈদের ছুটির পর দ্বিতীয় দিনেও পতনে শেষ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২ ১৫:৩২:৪৭ | আপডেট: ৩ years আগে
ঈদের ছুটির পর দ্বিতীয় দিনেও পতনে শেষ লেনদেন

ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

আজ ডিএসইতে সব খাতে দরপতন হয়েছে। সবচেয়ে বেশি কমেছে আইটি ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার দর।

বুধবার ডিএসইতে ৭০২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।