ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর বৃহস্পতিবারও সূচকের পতন দিয়েই শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন লেনদেন নেমেছে ৪৬৮ কোটি টাকায়।
আজ প্রকৌশল খাতে ৫৪ শতাংশ, ওষুধ খাতে ৫৮ শতাংশ, ব্যাংকে ৩৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এছাড়া অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির দরই কমেছে।
লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক কমেছে ৭ পয়েন্ট।
এর আগে গত ২৮ এপ্রিল ঈদের বন্ধের আগের দিন বৃহস্পতিবারও লেনদেন শেষ হয়েছিল সূচকের পতন দিয়েই। সেদিন বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দরই কমেছিল। আজও সেই ধারা অব্যাহত থাকে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৬৯ কোটি ৪১ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসইতে ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।