ঈদুল ফিতরের টানা ৬ দিন বন্ধের পর লেনদেনের শুরুর দিন বৃহস্পতিবার সূচকের পতন দিয়েই যাত্রা করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে গত ২৮ এপ্রিল বৃহস্পতিবারও লেনদেন শেষ হয় পতন দিয়েই। সেদিন বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দরই কমেছিল।
আজ লেনদেনের ১ ঘণ্টায় মাত্র ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে।