প্রচ্ছদ ›› বাণিজ্য

ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২১ ১২:০৪:২৮ | আপডেট: ৩ years আগে
ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। আজ তিনটি সূচকই রয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ২ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৫৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫০০ পয়েন্টে।

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।