প্রচ্ছদ ›› বাণিজ্য

ঊর্ধ্বমুখী সূচক, ১০ খাতের সব কোম্পানির দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২২ ১০:৩২:১৬ | আপডেট: ৩ years আগে
ঊর্ধ্বমুখী সূচক, ১০ খাতের সব কোম্পানির দরবৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্তত ১০টি খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন অন্য সব খাতেরই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির প্রবণতায় শুরু হয় লেনদেন।

লেনদেন শুরুর আঘা ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৩১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩৩ পয়েন্টে।

এদিন, আধা ঘণ্টায় ৯৫ কোটি টাকার লেনদেন হয়েছে।