প্রচ্ছদ ›› বাণিজ্য

একদিনেই টাকার মান ৮০ পয়সা কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২২ ১৩:৫৮:৪০ | আপডেট: ৩ years আগে
একদিনেই টাকার মান ৮০ পয়সা কমালো বাংলাদেশ ব্যাংক

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৮০ পয়সা কমালো বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার আন্তঃব্যাংক বিনিময় হার প্রতি ডলারে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সায়, যা গতকাল ছিল ৮৬ টাকা ৭০ পয়সা।

এটি একদিনে টাকার মান কমার হিসাবে সর্বোচ্চ। এর আগে আর কখনোই এমনটা ঘটেনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক আবারও টাকার অবমূল্যায়ন করেছে।

এছাড়াও, কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সোমবার পর্যন্ত ব্যাংকিং খাতে প্রায় ৫.১ বিলিয়ন বিক্রি করেছে।

এর আগে ১০ মে বাংলাদেশি মুদ্রার ২৫ পয়সা অবমূল্যায়ন করা হয়েছিল, তখন ডলার প্রতি বিনিময় হার ছিল ৮৬.৭০ টাকা।

২৩ মার্চ ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ৮৬.২০ টাকা, যা ২৭ এপ্রিল বেড়ে দাঁড়ায় ৮৬.৪৫ টাকায়। জানুয়ারিতে বিনিময় হার ছিল প্রতি ডলার ৮৬ টাকা।