প্রচ্ছদ ›› বাণিজ্য

একদিনেই ৭৩ পয়েন্ট কমলো ডিএসইর প্রধান সূচক

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২২ ১৪:৫০:২৭ | আপডেট: ৩ years আগে
একদিনেই ৭৩ পয়েন্ট কমলো ডিএসইর প্রধান সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৭৩ পয়েন্টের বড় পতন হয়েছে প্রধান সূচকের। আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। কোনো খাতই আজ ঘুরে দাঁড়াতে পারেনি।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯১ পয়েন্টে নেমে দাঁড়ায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৩ এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে পৌঁছায় ২ হাজার ৪২০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৮ কোটি টাকার। আজ লেনদেন কম হয়েছে প্রায় ১২৩ কোটি টাকার।

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।