প্রচ্ছদ ›› বাণিজ্য

এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ধীরগতি, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২২ ১৬:০৭:০৪ | আপডেট: ৩ years আগে
এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ধীরগতি, দীর্ঘ যানজট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুরুর প্রথম দিনে টোল আদায়ে ধীরগতি দেখা গেছে। টোল প্লাজার সবগুলো বুথ চালু না হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
 
এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত এই মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় টোল আদায় শুরু হয়। ফরিদপুর প্রান্তে ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় শুক্রবার সকালে দুই কিলোমিটারের মতো এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়। টোল আদায়ে ধীরগতির কারণে বগাইল টোল প্লাজার সামনে দীর্ঘ সময় ধরে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হয়।
 
বগাইল টোল প্লাজায় অপেক্ষারত ঢাকার সায়েদাবাদগামী একটি যাত্রীবাহী বাসের চালক মো. জাকির হোসেন (৫২) বলেন, পদ্মা সেতু চালুর পর গত দুই-তিন দিন এক ঘণ্টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছি। আজকে থেকে এখানে আবার টোল চালু হওয়ার কারণে এখানে জ্যামে আটকে আছি দেড় ঘণ্টার বেশি সময় ধরে। এখনো সামনে ১০০ বেশি গাড়ি আছে।
 
বগাইল টোল প্লাজার উপব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, এখানে ১০টি বুথের মধ্যে ৪টি সচল রয়েছে। এ ছাড়া শুক্রবার হওয়ায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি থাকায় অল্পসংখ্যক টোল আদায় বুথ দিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা চেষ্টা করছেন দ্রুত বাকি ছয়টি বুথ চালু করার।