প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টার মাথায় সবকটি সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২১ ১১:০০:১৮ | আপডেট: ৩ years আগে
এক ঘণ্টার মাথায় সবকটি সূচকের পতন

মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই পতন হয়েছে সবকটি সূচকের। শুরুতে কিছুটা উত্থান দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা পতন হতে থাকে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর একঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৪৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৩ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ তেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৭ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।