ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
এদিন বেলা এগারটা পর্যন্ত ডিএসইতে ১৬৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০ টির।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৮.৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৬৭ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪.৭২ পয়েন্টে।