প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৬০ কোটি

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২২ ১১:২০:১২ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৬০ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। মঙ্গলবার বেলা ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসই’তে ৩৬৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ২২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫১.২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৭৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫.১৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০.২৩ পয়েন্টে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬ টির।