প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৭৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৪:৩৪ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৭৬ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। বুধবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৭৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদে‘ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৫.৬৩ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮.৭৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬.৪২ পয়েন্টে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭ টির।