প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘন্টায় লেনদেন ছাড়ালো ৩০০ কোটি

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ১১:১৪:৩১ | আপডেট: ৩ years আগে
এক ঘন্টায় লেনদেন ছাড়ালো ৩০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। এ দিন নন ব্যাকিং আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

রোববার বেলা এগারোটা পর্যন্ত ডিএসইতে ৩১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৮.৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৫ দশমিক ৮৪ পয়েন্টে।

আজ আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তীত রয়েছে ৮৪ টি কোম্পানির শেয়ার দর।