প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ডলার এখন ৯৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২২ ২০:০৮:৫১ | আপডেট: ৩ years আগে
এক ডলার এখন ৯৫ টাকা

ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমালো বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৩০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা।

রোববার পর্যন্ত যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা সোমবার সেটি বেড়ে হয়েছে ৯৫ টাকা।

ডলারের দাম বাড়ার ফলে আমদানিকারকদের ব্যয় বেড়ে যাচ্ছে। তবে রপ্তানি ও রেমিট্যান্স আয় বৃদ্ধি পাচ্ছে।

মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

অভিযোগ রয়েছে, আন্তঃব্যাংক মিনিময় হার বেঁধে দিলেও খোলা বাজারে তার চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে ডলার। যা কোনো কোনো সময় ছাড়িয়ে যাচ্ছে ১১০ টাকাও।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়ে যায়। তাতে ডলারের চাহিদা বাড়তে থাকে। তাতে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশের মুদ্রা টাকাও ডলারের বিপরীতে দর হারাতে থাকে।