প্রচ্ছদ ›› বাণিজ্য

এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২২ ১৫:৩৬:৪৪ | আপডেট: ২ years আগে
এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ
সংগৃহীত

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থবছ‌রে সন্দেহজনক লেনদেন (এসআরটি) ও (এসএআর) হয়েছে ৮ হাজার ৫৭১টি। ২০২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি।

এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ বা ৩ হাজার ২৯১টি।

বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস বলেন, পাচারকৃত অর্থের সঠিক তথ্য নেই। রপ্তানির আড়ালে পাচার কমে গেছে। একইসঙ্গে আমদানির আড়ালে কমানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।