প্রচ্ছদ ›› বাণিজ্য

এডিএন টেলিকমের আইপিওর অর্থ ব্যবহারের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৭:২৫:৪৩ | আপডেট: ২ years আগে
এডিএন টেলিকমের আইপিওর অর্থ ব্যবহারের সময় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটির আইপিও’র অব্যবহৃত অর্থ ব্যবহারের সময় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আইপিওর মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত ১৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকার মধ্যে ৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকা বিএমআরই প্রকল্পের জন্য ব্যয় করা হবে।

বাকী ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা হাইটেক পার্ক উন্নয়ন কাজে এবং বাকী ৫ কোটি টাকা জমি কেনার কাজে ব্যবহার হবে।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে এ অর্থ ব্যবহারের সময় ৩১ ডিসেম্বর,২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এডিএন টেলিকম ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি।

ডিএসই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিচালকদের হাতে রয়েছে ৫১.৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০.৮৬ শতাংশ।

সর্বশেষ বুধবার এডিএন টেলিকমের শেয়ার ১১১ টাকা ১০ টাকায় সর্বশেষ লেনদেন হয়।