প্রচ্ছদ ›› বাণিজ্য

এনবিএফআই ও আইটি খাতের দরপতন

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩১:২৬ | আপডেট: ৩ years আগে
এনবিএফআই ও আইটি খাতের দরপতন

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই সবচেয়ে বেশি দরপতন হয়েছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ারের। সেই সাথে প্রধান সূচকসহ সব সূচকেরই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের ২ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৯৪১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৮ পয়েন্টে।