কোনো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিংবা পরিচালক এখন থেকে আর ওই প্রতিষ্ঠানের সহযোগী কোনো কোম্পানির পদে থাকতে পারবেন না।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।
আর্থিক খাতে শৃঙ্খলা আনতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। এর একদিন আগে, ব্যাংকের পরিচালকদের জন্য ঠিক একই রকম নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী, নিরীক্ষা এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বা কোনো সদস্য ওই প্রতিষ্ঠানের কোনো সহযোগী বা পৃষ্ঠপোষক কোম্পানিতে বোর্ডের চেয়ারম্যান, পরিচালক বা সদস্য হিসেবে কাজ করতে পারবেন না।
এতে আরও বলা হয়, যারা এখন এ ধরনের কোনো পদে আছেন, তাদের ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে হবে। সেইসাথে ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
এছাড়া, কোনো শেয়ারহোল্ডার ডিরেক্টর বা শেয়ারহোল্ডারদের মনোনীত সদস্য বা কোনো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক বোর্ডে ১ বছর চাকরিরত থাকলে, তিনি সেই কোম্পানির নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
এ ধরনের পরিচালকদেরও ৩১ জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে এবং সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইনের ধারা ২৫(৩) অনুসারে, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কোনো পরিচালক একই সময়ে অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন না।
আইনের এ ধারা কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া, সার্কুলারের নির্দেশনাগুলো সব এনবিএফআইকে তাদের পরবর্তী বোর্ড সভায় উপস্থাপন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।