প্রচ্ছদ ›› বাণিজ্য

এনভয় টেক্সটাইলের বোর্ড পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৩ ১৭:৪২:৪৭ | আপডেট: ২ years আগে
এনভয় টেক্সটাইলের বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পুঁজিবাজারে তালিকাভু্ক্ত প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলের বোর্ড পুনর্গঠন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান ড. কাজী আনোয়ারুল হক।
স্বাধীন পরিচালক হিসেবে বোর্ডে রয়েছেন ৩ জন। তারা হলেন ব্যারিস্টার শফিকুর রহমান, ফখরুদ্দিন আহমেদ, রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা।

কোম্পানিটির বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী, রাশিদা আহমেদ, শারমিন সালাম, সুমাইয়া আহমেদ এবং ইসমাম সালাম।

উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তানভীর আহমেদ।