প্রচ্ছদ ›› বাণিজ্য

এপ্রিলে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৩ ১৪:৫৫:৩৪ | আপডেট: ২ years আগে
এপ্রিলে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ

সদ্য সমাপ্ত এপ্রিল মাসে পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। ফলে পাঁচ মাস পর প্রথমবারের মত বাংলাদেশের রপ্তানি আয় ৪০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এপ্রিল মাসের রপ্তানি তথ্য প্রকাশ করেছে।

এতে দেখা যায়, এ মাসে ৩৯৫ কোটি ৬০ লাখ (৩ দশমিক ৯৬ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে ২০২১-২০২২ অর্থবছরের এপ্রিলে ৪৭৩ কোটি ৮৬ লাখ (৪ দশমিক ৭৪ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

যদিও চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম ১০ মাসের মোট রপ্তানি এখনও ৫ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধিতে রয়েছে। এই সময়ে মোট ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ (৪৫ দশমিক ৬৮ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি হয়েছে।