প্রচ্ছদ ›› বাণিজ্য

এবার কোকা-কোলা কেনার ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ১৩:৫৯:৩০ | আপডেট: ৩ years আগে
এবার কোকা-কোলা কেনার ঘোষণা ইলন মাস্কের

অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার ২ দিনের মাথায় এবার সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক।

বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এ ঘোষণা দেন।

ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সংক্ষিপ্ত বার্তায় লিখেন, ‘আবারও কোকেন ফিরিয়ে আনতে এবার আমি কোকা-কোলা কিনছি।’

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত নাম ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিও তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়, বিশেষ করে টুইটারে। সেখানে ৮ কোটি ৪২ লাখের বেশি অনুসারী তাঁর। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুকের বিরুদ্ধে রীতিমতো নাখোশ তিনি।

বিশেষ করে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো নিয়ে। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো শক্তিশালী করা, টুইটারকে আরও বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়ে টুইটারকে কিনে নিলেন ইলন মাস্ক।

বিবিসি জানিয়েছে, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পরিষদ। বেশ কিছুদিন কথা–চালাচালির পর গতকাল সোমবার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।
এখন প্রশ্ন উঠছে, ইলন মাস্ক কোন উদ্দেশ্যে টুইটার কিনলেন, আর এ নিয়ে তিনি কোন পথে হাঁটবেন? এ ব্যাপারে অবশ্য তিনি আগেভাগেই সব পরিষ্কার করে বলে দিয়েছেন।