প্রচ্ছদ ›› বাণিজ্য

এমডির পদত্যাগের ব্যাখ্যা দিতে ডিএসইকে নির্দেশ বিএসইসির

নিয়াজ মাহমুদ
২৪ আগস্ট ২০২২ ২১:২৬:৪৩ | আপডেট: ২ years আগে
এমডির পদত্যাগের ব্যাখ্যা দিতে ডিএসইকে নির্দেশ বিএসইসির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে তার ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগ এবং তার ৯৫ জন কর্মচারীর পদোন্নতির পুরো বিবরণ জমা দেয়ার নির্দেশ দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বুধবার ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানকে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছেন।

বিএসইসি একটি সূত্র জানিয়েছে, তারেক আমিনের পদত্যাগ এবং তার দ্বারা ডিএসইর ৯৫ জন কর্মচারীকে পদোন্নতির বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ডিএসইকে ব্যাখ্যা দিতে বলেছে বিএসইসি।

এ ব্যাপারে ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, তারেক এমডি হিসেবে তিন বছরের জন্য যোগদান করেছেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন, ১৩ মাস দায়িত্ব পালনকালে নানা সমস্যার কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেননি। , তাই তিনি পদত্যাগ করেছেন।”

গত বছরের ২৫ জুলাই ডিএসইতে যোগ দেন তারেক। ডিএসই পরিচালনা পর্ষদ, ৪ জুলাই, ২০২১-এ অনুষ্ঠিত তার ১,০০৮ তম সভায় তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।