প্রচ্ছদ ›› বাণিজ্য

ওয়ালটন, বার্জার ও আইসিবিকে বিএসইসি’র নতুন নির্দেশনা

১৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:০১:১৯ | আপডেট: ৩ years আগে
ওয়ালটন, বার্জার ও আইসিবিকে বিএসইসি’র নতুন নির্দেশনা

নিয়াজ মাহমুদ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) শর্ত পূরণে আরও বেশি শেয়ার অফলোড করতে বলেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের (পাবলিক ইস্যু) বিধিমালা- ২০১৫ অনুযায়ী, একটি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য তার পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ শেয়ার দিতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মাত্র ০.৯৭ শতাংশ, আইসিবি ৩.১৯ শতাংশ এবং বার্জার পেইন্ট ৫ শতাংশ শেয়ার অফলোড করেছে।

এ বিষয়ে ওয়ালটন, বার্জার এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পৃথক চিঠি পাঠায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা। তাতে শর্ত পূরণে আরও বেশি শেয়ার অফলোড করার নির্দেশনা দেয়া হয়।

বিএসইসি’র এ চিঠি ইস্যুর এক বছরের মধ্যে প্রয়োজনীয় শেয়ার অফলোড করতে হবে কোম্পানিগুলোকে।

অবশ্য, এসব কোম্পানি প্রতি মাসে ১ শতাংশের বেশি শেয়ার অফলোড করতে পারে না।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম দ্য বিজনেস পোস্ট’কে বলেন, যেহেতু এ কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণের চেয়ে কম শেয়ার অফলোড করেছে, তাই তাদের নিয়মের মধ্যে আনতেই এ সিদ্ধান্ত নিয়েছি। বিনিয়োগকারীদের অধিকার রক্ষার জন্যও এটি করা হয়েছে।

৯.৭ টাকা বা ০.৬৭ শতাংশ কমে ওয়ালটনের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৭.৭ টাকায়, আইসিবি’র শেয়ারের দাম ০.৬৩ শতাংশ কমে নেমে এসেছে ১৪২ টাকায়। রোববার ৫৯ টাকা বা ৩.১৭ শতাংশ লাভে বার্জারের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৯২১ টাকায়।

পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করেন, বড় মূলধন এবং নির্ভরযোগ্য কোম্পানিগুলোর বেশি শেয়ার অফলোডিং পুঁজিবাজারে মূল্য সংযোজন করার পাশাপাশি মানসম্মত স্টক সরবরাহ বাড়াবে।

শুধু তাই নয়, এটি প্রাতিষ্ঠানিক ও পোর্টফোলিও বিনিয়োগকারীদেরকে কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে বলেও মনে করেন তারা।