প্রচ্ছদ ›› বাণিজ্য

ওষুধ, জ্বালানিসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২২ ১৫:১১:০৬ | আপডেট: ৩ years আগে
ওষুধ, জ্বালানিসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

মঙ্গলবার ডিএসই সূত্রে জানা গেছে, ওষুধ, জ্বালানি ও প্রকৌশল খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এদিন ডিএসইতে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২.৫৯পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪.৫৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।