পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ মে, ২০২২। এর মধ্যে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ মে বিকেল ৩টায়।
ডিএসই সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই দিন, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডও পরিচালনা পর্ষদের সভা করবে।
আগামী ১২ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিক ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে।
আগামী ১২ মে পরিচালনা পর্ষদের সভা করবে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)।
ওই দিন বিকেল ৩টা অনুষ্ঠিত সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে।