প্রতি কেজিতে ৫ টাকা কমিয়ে চিনির নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ও চিনিকল ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খোলা ও প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম যথাক্রমে ৭৪ টাকা এবং ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এখন স্থানীয় বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৮ থেকে ৮০ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।
তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শুক্রবার থেকে চিনির বাজার পর্যবেক্ষণ করবে।