প্রচ্ছদ ›› বাণিজ্য

কার্ব মার্কেটে ডলারের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২২ ১৭:৫০:১২ | আপডেট: ৩ years আগে
কার্ব মার্কেটে ডলারের সেঞ্চুরি

টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে মঙ্গলবার কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলারের দর ১০০ টাকায় পৌঁছেছে। এ বাজারে এখন পর্যন্ত ডলারের দাম সর্বোচ্চ।

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করেছে কারণ ক্রমবর্ধমান আমদানি পরিশোধের কারণে ব্যাংকিং খাতে গ্রিনব্যাকের তীব্র ঘাটতি তৈরি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার ৮০ পয়সা অবমূল্যায়ন করেছে, যা একদিনে স্থানীয় মুদ্রার সর্বোচ্চ দরপতন।

আন্তব্যাংক মুদ্রাবাজারে সোমবার ১ ডলারের জন্য ৮৭ টাকা ৫০ পয়সা খরচ করতে হয়। মঙ্গলবারও এই একই দামে বাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

গত সপ্তাহে বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৬ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছিল।

ঈদের ছুটির আগে ২৭ এপ্রিল ডলারের বিপরীতে টাকার মান ২৫ পয়সা কমিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তার আগে প্রতি ডলারের জন্য ৮৬ টাকা ২০ পয়সা লাগত। এরপর ১০ এপ্রিল আরও ২৫ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে আমদানি করতে ডলার প্রতি ৯৪ থেকে ৯৬ টাকা ব্যয় করছেন আমদানিকারকরা। 

মানি এক্সচেঞ্জাররা বলেন, ডলারের দর কার্ব মার্কেট রেট সরকারি হারের চেয়ে বেশি।

গত ২০ দিনে তিন দফায় ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১ টাকা ৩০ পয়সা।

চলতি বছরে এ পর্যন্ত পাঁচবার টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।